Posts

করোনা/COVID-19 পরবর্তী RMG খাতে কি কি পরিবর্তন আসতে পারে ?

প্রকৃতি বিনা অপরাধে কখনো প্রতিশোধ নেয়না, আজকের এই করোনা প্যানডেমিক কিন্তু তারই প্রতিফলন। আজকে আমার বিষয় করোনা নয় বরং করোনা পরবর্তী আমাদের প্রায় ৪০ লক্ষ মানুষের কর্মসংস্থান RMG খাত নিয়ে। করোনা পরবর্তীতে RMG  খাতে কি কি পরিবর্তন আসতে পারে তা নিয়েই আজকে আমার লেখার আয়োজন। জানতে হলে আসুন নিচের দিকে একটু চোখ বুলিয়ে নেই। ১. করোনা পরবর্তীতে আমাদের গার্মেন্টস সেকশন অন-লাইন লাইভ ইন্সপেকশন যুগে প্রবেশ করবে। বায়িং হাউসগুলো এই পদ্ধতিতে তাদের QC টিম কমিয়ে এনে অর্থের সাশ্রয় করবে বা Cost Budget নীতি গ্রহণ করবে। ২. যেহেতু অন-লাইন লাইভ ইন্সপেকশন বাড়বে সেহেতু Factory গুলোতে মান সম্মত বায়ার নমিনেটেড QC/GPQ এর চাহিদা বাড়বে। তাই এইক্ষেত্রে যারা Computer এর Hardware এবং Software সম্পর্কে ভালো ধারণা রাখবে তারা এগিয়ে যাবে। তাই It’s high time to upgrade yourself for existing. ৩. অন-লাইন ট্রেনিং এর পরিমাণ বাড়বে এতে সময় এবং অর্থের সাশ্রয় ঘটবে যার প্রভাব এই industry তে এসে পড়বে। কোয়ালিটি উপর Certification গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ৪. করোনা পরবর্তীতে Covid-19  prevention audit নামে নতুন কোন Audit এর সম্ম...
Recent posts